SOFTWARE

টাইপ শেখার সেরা ১০টি ফ্রি টাইপিং সফটওয়্যার

টাইপিং সফটওয়্যার একান্ত প্রয়োজন খুব দ্রুত টাইপ শেখার জন্য । কারণ আপনি কিবোর্ড হাতে নিয়েই খুব প্রফেশনাল ভাবে টাইপিং করে পারবেন না । দ্রুত টাইপিং শেখার জন্য বিভিন্নভাবে অনুশীলন করতে হবে কিবোর্ড নিয়ে ।

তাই কি ধরনের কিবোর্ড টাইপিং সফটওয়্যার নিয়ে আনুশীলন করলে খুব দ্রুত টাইপিং শেখা যায় সে সম্পর্কে জানব ।

দ্রুত টাইপ শেখার কেন প্রয়োজন

বর্তমানে আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আপনাকে কম্পিউটার সম্পর্কে জানা লাগবেই । আর কম্পিউটার নিয়ন্ত্রণ করতে গেলেই আপনাকে কিবোর্ড সম্পর্কে জানতে হবে ।

কারণ সব কিছু কম্পিউটার নির্ভর হয়ে যাওয়ার কম্পিউটার সম্পর্কে জানাটা একান্ত প্রয়োজন । তাই আপনি দ্রুত টাইপ করতে পারলেই অনেক কাজ খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন ।

যে সেক্টরে কাজ করেন সরকারি, বেসরকারি ও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে  কম্পিউটার জানাটা একান্ত আবশ্যক । আপনি দ্রুত টাইপ করতে পারলে আপনার কাজে অনেক মজা পাবেন ।

১) Typing Master

টাইপিং সফটওয়্যার জগতে টাইপিং মাষ্টার এক অন্যতম সফটওয়্যার । কারণ সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর  প্রথম লেভেলের দিকে আপনি সম্পূর্ণ লে-আউট পাবেন কোন আঙ্গুলে কি অক্ষর বসবে সব কিছু দেওয়ার আছে এই ওয়েব সাইট ও সফটওয়্যারে ।

এই সফটওয়্যারে বেসিক থেকে আপনি অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন । ওয়েব সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড দিয়ে আপনি টাইপিং শেখা শুরু করে দিতে পারেন । আমিও নিজে এই টাইপিং মাষ্টার টুল দিয়ে টাইপিং শিখেছি । ডাউনলোড লিঙ্ক

২) Typing.com

টাইপিং ডট কম একটি ওয়েব সাইট সেখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করে টাইপিং করতে পারেন । এখানে আপনার রেকর্ড সমূহ রেখে দেওয়া হয় । এখানে বিভিন্ন প্রকার টাইপিং মিনিট ব্যবহার করে আপনার টাইপিং স্পীড আরও বাড়াতে পারেন ।

৩) Thetypingcat.com

এই ওয়েব সাইট ভিজিট করে আপনার টাইপিং এর স্কিল টেস্ট করতে পারেন । এখানে আপনার পছন্দের বিষয় নিয়ে আপনার স্কিল টেস্ট করার সুযোগ রয়েছে । এখানে অনেক বিষয়ের উপর আর্টিকেল রয়েছে আপনার পছন্দের বিষয় নিয়ে এখনই টেস্ট করতে পারেন ।

৪) RapidTyping

এটি একটি ফ্রি সফটওয়্যার যা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । এই সফটওয়্যারে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষনীয় ফিচার যেমন গেমের মাধ্যমে আপনি টাইপিং স্পীড বাড়াতে পারেন ।

৫) Typingtest.com

এখান থেকে আপনি শার্টকাটে কিভাবে শেখা যায় সেটা সম্পর্কে জানতে পারবেন । টাইপিং এর বিভিন্ন লে-আউট আছে । এছাড়া পাবেন গেমের মাধ্যে আপনি শিখতে পারবেন টাইপিং ।

৬) Typingclub.com ৭ ) Ratatype.com ৮) Typingacademy.com ৯)
KeyBlaze Free Typing Tutor for Windows ১০) speedtypingonline.com

এছাড়া অনলাইনে অনেক অনলাইন বা সফটওয়্যার ভিত্তিক টাইপিং শেখার টুলস রয়েছে । আপনি যেকোনো একটা ডাউনলোড বা অনলাইনে ভিজিট করে অনুশীলন করতে হবে । সব টাইপিং সফটওয়্যার দিয়ে কাজ হবে না যদি না অনুশীলন করেন । তাই একটা ডাউনলোড করে কাজ শুরু করে দিন ।

বিঃদ্রঃ এখানে শুধু মাত্র প্রথম টাইপিং সফটওয়্যার এর ডাউনলোড লিংক দিয়েছি । আপনি উপরের ইংরেজি নাম নিয়ে সার্চ দিলে সব সফটওয়্যার পেয়ে যাবেন ।

Write A Comment