ANDRIOD

নতুন ফোন কেনার পরে যে কাজগুলো করা উচিত

নতুন ফোন ক্রয় করার প্রবণতা আমাদের মাঝে প্রতিনিয়ত বাড়ছে । কারণ মানুষ কোনো সময় পুরাতন জিনিসকে আকড়ে ধরে রাখতে চায় না । নিউ মোবাইল মানেই নতুন কিছু । আর যারা নিউ স্মার্টফোন ক্রায় করে থাকে তাদের কাছে অনেক বেশি রঙিন লাগে ।

আর যাদের পুরাতন স্মার্টফোন থেকে নিউ ভার্সনে আসে তাদের কাছে অনেক কিছু নিউ লাগে । ফোন কোম্পানিগুলো তাদের নতুন নতুন আপডেট করে ।  যার কারণে আমাদেরও নিউ মোবাইল ক্রয় করতে হয় ।

নতুন ফোন এর ভার্সন বনাম পুরাতন ফোনের ভার্সনের জন্য কিছু কথা

আমার একটা ঘটনা বলি । আমার একটা সিম্ফনিফোন আছে যার অ্যান্ড্রয়েড ভার্সন ৮ । তাই বলা যায় এটা অনেক পুরাতন একটা মোবাইল । কারণ এখন অ্যান্ড্রয়েডের ১২ ভার্সনের মোবাইল মার্কেটে চলে এসেছে । যাই হোক ।

আমি নতুন একটা রিয়েলমি ফোন কিনেছি যার অ্যান্ড্রয়েড ভার্সন ১১ । এখন দেখছি অ্যান্ড্রয়েডের ৮ ভার্সন থেকে ১১ ভার্সনের অনেক পার্থক্য দেখা যাচ্ছে । আগের থেকে এখন অনেক ফাংশন  ও সুবিধা বেড়েছে । অনেক বেশি ও স্মুথভাবে করা যাচ্ছে ।

তাই বলা যায় মোবাইল ফোনের অনেক বেশি সুযোগ সুবিধা আছে । তবে আমাদের নতুন ফোন কেনার পর কিছু কাজ করতে হয় তাহলে আমাদের ফোন ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক বেশি ভালো হয় ।

নতুন ফোন কেনার পরে যে কাজগুলো করতে হবে

১)বাজেট একটু বেশি রাখ

মোবাইল কেনার সময় কেন একটু বেশি বাজেট রাখতে হবে তা নিচে আলোচনা করছি । মোবাইলের সাথে একটু অল্প কিছু খরচ থেকে যায় যেগুলো আমাদের দরকার । তাই দেখে নিন ।

 ২)স্কিন প্রটেক্টর লাগানো

আমরা নতুন ফোন কেনার সময় উত্তেজিত থাকার কারণে অনেক বেশি টাস স্কিন সোয়াইপ করতে থাকি ।  বা দেখা যায় যে, প্যান্টের পকেটে রাখি কেমন দেখায় এটা দেখার জন্য । এতে করে দেখা যায় মোবাইলে এর স্কিনে দাগ পড়ে যায় ।

তাই মোবাইল কেনার সাথে সাথে একটা ভালো মানের স্কিন প্রটেক্টর লাগানো । স্কিন প্রটেক্টর আমাদের মোবাইলের অনেক বেশি সেইফ করে থাকে । ভুল করে পড়ে গেলেও তেমন কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না ।

স্কিন প্রটেক্টর নিয়ে আমার একটা ঘটনা বলি । কিছু দিন আগে আমার ফোন প্যান্টের পকেটে ছিল । আর স্কিন পাশটা ছিল উপরের দিকে । কোচিং এর বেঞ্চে ঘসা লেগেছিল । ফোনটা বের করে দেখি তেমন কোনো ক্ষতি হয় নি ।

শুধুমাত্র স্কিন প্রটেক্টর এর উপর এক জায়গায় হালকা ফেটে ও গর্ত মত হয়ে গিয়েছে । যদি স্কিন প্রটেক্টর না থাকত তাহলে  থাকে ফোনের টাস এর ক্ষতি হত ।

৩) গুগল অ্যাকাউন্ট লগইন করা

আমাদের দেশের অধিকাংশ মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকে । আন্ড্রয়েডের ফোনে গুগল আকাউন্ট ব্যবহার করলে আমরা অনেক সেবা ফ্রি পেয়ে থাকি । তার মধ্যে অন্যতম গুগল প্লে স্টোর । যেখান থেকে আমরা সব ধরনের অ্যাপ পেয়ে থাকি ।

এছাড়া পুরাতন ফোনে যদি আপনার কোনো গুগল অ্যাকাউন থাকে সেই টা লগইন করবেন । তাহলে দেখা যাবে যে, কোনো কিছু ব্যাক-আপ দেওয়া থাকলে আগের মত সব পেয়ে যাবেন । কোনো কিছু হারাবে না ।

গুগল অ্যাকাউন্ট থাকলেই আজীবনের জন্য আপনি ১৫ জিবি পর্যন্ত অনলাইন মেমরি পেয়ে যাবেন । যেখানে সকল ধরনের ফাইল, ফটো সংরক্ষণ করতে পারবেন ।

৪) নতুন ফোন এর ব্যাক কভার

দেখা যায় যে, আমরা ফোনের মডেল বা ডিজাইন দেখানোর জন্য ব্যাক কভার ব্যবহার করতে চায় না । কিন্তু দেখা যায় ব্যাক কভার অনেক বেশি কাজে দিয়ে থাকে । আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই ব্যাক কভার ব্যবহার করা উচিত ।

কারণ বাচ্চাদের কাছ থেকে বেশি পরিমাণ মোবাইল পড়ে যায় । অনেকে বেশি সময় ধরে মোবাইলে গেমস খেলে তখন বেশি পরিমাণ গরম হয় । তারা কোনো ভাবেই ব্যাক কভার ব্যবহার করতে চান না । তারা মোবাইলের জন্য বাম্পার কভার পাওয়া যায় এই গুলো ব্যবহার করতে পারেন ।

এইগুলো শুধুমাত্র ফোনের চারদিকের এরিয়া দিয়ে কাজ করে থাকে । এইগুলো খুব কাজের হয়ে থাকে । এছাড়া চাইনিজ ফোনে একটা সস্তা মানের ব্যাক কভার দিয়ে থাকে ।

৫)প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল ও অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল

চাইনিজ প্রত্যেকটা ফোনে প্রায় তাদের মার্কেটিং এর জন্য অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল দিয়ে থাকে । এইগুলো নতুন ফোন কেনার সাথে সাথে আনইনস্টল করা । এছাড়া আপনার প্রয়োজনীয় সকল অ্যাপ ইনস্টল করে নেওয়া । যেগুলো আমাদের দরকার ছিল না সেগুলোও দিয়ে থাকে ।

৬) লক ব্যবহার করা / স্কিন পিন ব্যবহার করা

নতুন ফোন কেনার সাথে সাথে ফোনে লক ব্যবহার করা । দেখা যায় আপনার নতুন মোবাইলে  আগের ফোনের গুগল অ্যাকাউন্ট লগইন করার কারণে সব ডাটা চলে এসেছে । তাই লক ব্যবহার করলে যে কেও ব্যবহার করতে পারবে না ।

এছাড়া স্কিন পিন ব্যবহার করতে পারেন । স্কিন পিন ব্যবহার করলে  যেই পেজটা পিন করে দিবেন সেইটা ছাড়া কেও ব্যবহার করতে পারবে না । স্কিন পিন ব্যাপক কাজে দিয়ে থাকে ।

৭) মোবাইলে চার্জ করা

মোবাইল কেনার সাথে সাথে কখনও গেম নেট ব্রাউজিং বা হেভি কোনো কাজ করবেন না । এই ধরনের কাজ করলে মোবাইলে ব্যাটরির উপর প্রভাব পড়ে । তাই ফুল চার্জ করার পরে ফোন ব্যবহার করা শুরু করবেন । এতে ফোনের কন্ডিশন ভালো পাবেন ।

৮) ব্যবহার সম্পর্কে জানা

নতুন ফোন মানেই নতুন ফাংশন আর নতুন সুবিধা । আপনার পুরাতন ভার্সনের ফোনের সাথে নতুন অ্যান্ড্রয়েড ফোনের ভার্সনের সাথে অনেক পার্থক্য আছে ।

যা আগের ফোনে নেই নতুন ফোনের অনেক কিছু আছে সেই গুলো চেক করা । যেগুলো আপনি আপনার সময় মত ব্যবহার করতে পারেন । মোবাইল কেনার উদ্দেশ্য যেন সফল হয় ।

Write A Comment