Tech Tricks

ফেসবুকে ভুয়া খবর চেনার সহজ উপায় জেনে নিন

ফেসবুকে ভুয়া খবর একটা যেন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে । দেখা যায় যে সেসব ঘটনা ঘটেনি সেই খবর নিয়ে অনেক নিউজ হয়েছে । বিশেষ করে এই ধরনের খবর বেশি দেখা যায় ফেসবুকে । কারণ ফেসবুকে যেকেও চাইলেই যেকোনো ধরনের নিউজ করতে পারে ।

ফেসবুকের নিজস্ব কোনো উপায় নেই যে কোনো আসল নিউজ আর কোনটা ভুয়া নিউজ । তাই আজকে আমরা নিউজের কিছু কিছু অংশ দেখলে বুঝতে পারি কোনটা আসল নিউজ আর কোনটা ফেসবুকে ভুয়া খবর সেই সম্পর্কা জানার  চেষ্টা করব ।

ফেসবুকে ভুয়া খবর চেনার উপায়

১) ফেসবুক পেজের কোয়ালিটি

পেজের কোয়ালিটি দেখলে অনেক সময় বোঝা যায় এই নিউজটা আসল না ভুয়া । এই সকল পেজ বেশির ভাগ ভেরিফাইড থাকে না ।কারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে না । তাদের পেজে ভুয়া খবর শেয়ার করার কারণ তাদের পেজে লাইক দেয় না ।

এই জন্য তাদের পেজ ভেরিফাই করতে পারে না । মানুষ যখন দেখবে একটা ঘটনা ঘটেনি অথচ তারা নিউজ করেছে । এটা একটা ভুয়া তখন সেই পেজকে আনলাইক করে দিবে এটাই স্বাভাবিক ।এর ফেসবুকে ভুয়া খবর বেশি প্রচার করে থাকে ।

২) লেখার মানঃ

আপনি যখন কোনো পেজে নিউজ দেখার পর ওয়েব সাইট ভিজিট করবেন তখন বুঝতে পারবেন । কারণ যারা প্রফেশনাল সাংবাদিক তাদের লেখা মান ও লেখার ভিতরে তেমন একটা ভুলা থাকে না ।

কারণ তারা এই  বিষয়ে অনেক বেশি লেখা পড়া করা এসেছে । আর এমনি সাধারণ মানুষ যে সব নিউজ করবে সেখানে অনেক বেশি ভুল থাকতে পারে বা বানান অনেক ভুল থাকে । সেখানে লেখার মান তেমন একটা ভালো থাকে না ।

৩) ওয়েব সাইট

যেকেউ চাইলেই যখন তখন একটা ওয়েব সাইট তৈরি করতে পারে । আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বলতে পারবেন । যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে তালে ১০ মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেসে যেকোনো ধরনের ওয়েব সাইট তৈরি করা সম্ভব ।

এখন অনেক রেডিমেট টেমপ্লেট পাওয়া যায় । যাই  হোক এই দিকে যাচ্ছি না । তাই এখন আর ওয়েব সাইট বানাতে সময় লাগে না । ভুয়া খবর ছাপানো ওয়েব সাইট তেমন সাজানো গোছানো থাকে না  । আর তাদের সরকারের কাছে থেকে লাইসেন্স থাকে না । থাকে না তাদের নিজেদের ফিজিক্যাল অফিসের লোকেশন যোগাযোগের ঠিকানা ।

৪) খববের টাইটেল

যারা সাংবাদিক তারা জানে একটা খবরের কেমন টাইটেল দিতে হয় । আর এমনি সাধারণ কোনো মানুষ জানে না কেমন টাইটেল দিতে হয় । তাই খবরের টাইটেল দেখে বোঝা যায় যে, এই খবর আসল না নকল ।

৫) স্বীকৃত ওয়েব সাইট

আমি অনেকের দেখেছি যে তারা ফেসবুকে একটা খবর দেখলেই তার উপর ঝাপিয়ে পড়ে । তারা এতটুকু বিবেচনা করে না যে এটা আসল না ভুয়া । আমাদের দেশের প্রত্যেক টিভি চ্যানেলের বা পত্রিকার ফেসবুক

পেইজ আছে সেখানের খবর দেখা ছাড়া অন্যতা বিশ্বাস করা উচিত নয় । কারণ এই সব চ্যানেলের বা পত্রিকার অনেক বেশি দায়বদ্ধতা আছে । তারা কখনই ভুয়া নিউজ ছাপিয়ে দিবে না । তাই এই সব স্বীকৃত ওয়েব সাইটের যে সব পেজ আছে সেখানের খবর পড়া ।

৬)একাধিক সোর্স দেখা

এখন সকল পত্রিকা তাদের অনেক বেশি অডিয়েন্স পাওয়ার জন্য ফেসবুকে ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে থাকে । তাই সকল পত্রিকা ফেসবুকে তাদের নিউজ শেয়ার করে থাকে । আমরা যদি দেখি একই নিউজ পত্রিকা চ্যানেল করছে তখন আমরা  বিশ্বাস করতে পারি ।

৭)রঙ্গ কি না যাচাই করা

প্রত্যেক পত্রিকার একটা কৌতুক বা রঙ্গ পার্ট থাকে । তারা দেশের উচ্চ পর্যায়ের লোকদের নিয়ে এরকম রঙ্গ খবর তৈরিকরে থাকে । অনেকে এটাকে আবার সিরিয়াস করে নিয়ে থাকে । তাই ভালো করে দেখে নেওয়া । এটা আসলে রম্য না সঠিক নিউজ ।

Write A Comment